সিলেট ডিসি’র দৃঢ় আড়ম্বরে: “এক পাথর সরালেই জীবন ঝালাপালা”
নবনিযুক্ত সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম নতুন দায়িত্ব গ্রহণের দিন হুঁশিয়ারি দিলেন—সাদাপাথর হস্তান্তরের ক্ষুদ্রতম চেষ্টাও বন্ধ করা হবে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটে সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মো. সারোয়ার আলম দায়িত্বের প্রথম দিনেই জানিয়ে দিলেন কঠিন বার্তা। ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা ও আশপাশের ক্রাশার মিল ঘুরে তিনি স্পষ্ট করে বলেন—পাথরখেকোদের আর ছাড় দেওয়া হবে না।
ডিসি আলমের ভাষায়, “একটি পাথরও যদি অবৈধভাবে সরানো হয়, তার পরিণতি ভয়াবহ হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পরিবেশের ক্ষতি করে কেউ উন্নয়ন করতে চাইলে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।
নতুন প্রশাসক আরও উল্লেখ করেন, সিলেটের প্রকৃতি দেশের সম্পদ। তাই উন্নয়ন হবে টেকসই, পরিবেশবান্ধব এবং জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে। তাঁর এই ঘোষণার পর স্থানীয়ভাবে আলোচনার ঝড় উঠেছে।
What's Your Reaction?






