ফ্লাইট ৯১৪: হারিয়ে যাওয়া বিমান নাকি কল্পনার গল্প?

ফ্লাইট ৯১৪ কে ঘিরে রহস্যময় এক গল্প ছড়িয়ে পড়েছে—১৯৫৫ সালে হারানো বিমান নাকি ৩৭ বছর পর হঠাৎ ফিরে আসে। কিন্তু আসল সত্য কতটুকু? জেনে নিন পুরো বিষয়টি।

Aug 29, 2025 - 18:54
 0  4
ফ্লাইট ৯১৪: হারিয়ে যাওয়া বিমান নাকি কল্পনার গল্প?

বিমান চলাচলের ইতিহাসে অসংখ্য রহস্যময় গল্প শোনা যায়। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো ফ্লাইট ৯১৪ (Flight 914) এর কাহিনি। বলা হয়, ১৯৫৫ সালে নিউ ইয়র্ক থেকে উড্ডয়ন করা একটি যাত্রীবাহী বিমান হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর দীর্ঘ ৩৭ বছর পর ১৯৯২ সালে ভেনিজুয়েলার কারাকাস বিমানবন্দরে হঠাৎ নেমে আসে সেই একই প্লেন। আশ্চর্যের বিষয়, যাত্রীরা নাকি তখনও ১৯৫৫ সালের মতোই ছিলেন—তাদের বয়স একদিনও বাড়েনি!

গল্পটি শুনলেই মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন মুভির চিত্রনাট্য। অনেকেই এটিকে টাইম ট্রাভেলের প্রমাণ, আবার কেউ কেউ বারমুডা ট্রায়াঙ্গলের রহস্যের সাথে যুক্ত করে থাকেন।

কিন্তু বাস্তবতায় এ ধরনের কোনো ঘটনার প্রমাণ নেই। প্যান আমেরিকান এয়ারওয়েজ (Pan Am) আসলেই ছিল, কিন্তু তাদের কোনো ফ্লাইট ৯১৪ নামক বিমান হারিয়ে যাওয়া বা ফিরে আসার রেকর্ড নেই। পুরো গল্পটি প্রথম ছড়ানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ট্যাবলয়েড পত্রিকায়, যা কল্পকাহিনি ও ভুতুড়ে গল্প প্রকাশের জন্য বিখ্যাত ছিল।

পরবর্তীতে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। ইউটিউব ভিডিও, ব্লগ আর ফেসবুক পোস্টে এটি “হারানো বিমান” কিংবা “টাইম ট্রাভেল” রহস্য হিসেবে উপস্থাপন করা হয়।

সত্যটি কী?

বাস্তব প্রমাণের আলোকে বলা যায়, ফ্লাইট ৯১৪ এর পুরো গল্পটি একটি ভুয়া কাহিনি (Hoax) ছাড়া আর কিছু নয়। তবে রহস্যপ্রিয় মানুষের কাছে এটি আজও আলোচনার বিষয় হয়ে আছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0